ভূমিধসে কলম্বিয়ায় ৩১৪ জন নিহত, নিখোঁজ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক : দেশটির দক্ষিণ-পশ্চিমের এই শহরে গত ১ এপ্রিল ভূমিধসে অন্তত ৩১৪ জন প্রাণ হারায়, যাদের মধ্যে ১০২ শিশুও রয়েছে।

কলম্বিয়া কর্তৃপক্ষ ভূমিধসকবলিত মোকোয়া শহরে উদ্ধারাভিযান সমাপ্তি ঘোষণা করেছে।

উদ্ধারকাজ শেষ ঘোষণা করা হলেও এখনো শতাধিক লোক নিখোঁজ রয়েছে। স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মীদের প্রধান মানুয়েল ইনফান্তে বলেন, তার মনে হয় না নিখোঁজরা কেউ এখনো বেঁচে আছে।

মুষলধারে বৃষ্টির কারণে নদীর পানি উপচে এবং পাহাড় থেকে বন্যার পানি, জঞ্জাল ও কাদার ধস নামায় এই দুর্যোগের সূত্রপাত হয়।

গত এক সপ্তাহে শহরের পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে রয়েছে। সাহায্যকর্মীরা রাস্তা ও বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন, ত্রাণ বিতরণ এবং মহামারি প্রতিরোধের চেষ্টা চালাচ্ছেন। পুনর্গঠন প্রক্রিয়া দ্রুত করতে শহরে প্রাকৃতিক, অর্থনৈতিক ও সামাজিক জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। অন্যদিকে, স্থানীয় প্রশাসন গৃহনির্মাণ ও দুর্যোগ মোকাবিলার নীতিমালা অনুসরণ করেছে কি না, তা সরকারি পর্যায়ে তদন্ত করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

পুতুমায়ো প্রদেশের রাজধানী মোকোয়ার জনসংখ্যা ৭০ হাজার। এর মধ্যে ৪৫ হাজারেরও বেশি লোক এই ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তথ্যসূত্র : আলজাজিরা অনলাইন।