ভূরুঙ্গামারীতে কমিউনিটি পুুলিশিং ডে উদযাপিত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ “পুলিশই জনতা-জনতাই পুলিশ” প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ পালিত হয়েছে।
কমিউনিটি পুলিশিং ডে পালন উপলক্ষ্যে শনিবার সকালে উপজেলার ভ‚রুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভ‚রুঙ্গামারী থানা চত্ত¡রে এসে শেষ হয়। পরে থানা চত্ত¡রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধূরী। সভায় সভাপতিত্ব করেন সার্কেল এএসপি আহম্মদ আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচএম মাগ্ফুরুল হাসান আব্বাসী, বীর মুক্তিযোদ্ধা ওসমান গণি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মহিউদ্দিন আহম্মেদ, ভূরুঙ্গামারী উপজেলা কমিউনিটি পুলিশ কমিটির সভাপতি অধ্যক্ষ মুকুল চৌধূরী, সদস্য সচিব আনোয়ারুল হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস চন্দ্র পন্ডিত প্রমূখ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশ গ্রহন করে। আলোচনা সভায় মুক্তিযোদ্ধা কমান্ডার মহি উদ্দিন আহম্মেদ চিহ্নিত অপরাধীদের সাথে কতিপয় পুলিশ সদস্যের সখ্যতার বিষয়টি তুলে ধরেন। প্রধান অতিথি তার বক্তব্যে কমিউনিটি পুলিশ কমিটির সদস্যদের সক্রিয়ভাবে দায়িত্ব পালন করার আহŸবান জানান।