ভূরুঙ্গামারীতে কাস্টমসের সিন্ডিকেটের কারণে রাজস্ব হারাচ্ছে সরকার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বিভিন্ন সীমান্ত পথে পাচার করে আনা গরু বিজিবি কর্তৃক আটকের পর নিলামে বিক্রি করা হলেও প্রভাবশালী ব্যক্তি ও কাস্টমসের সিন্ডিকেটের কারনে রাজস্ব হারাচ্ছে সরকার।

জানা গেছে, করিডোর পদ্ধতি তুলে দেয়ার পরেও উপজেলার ধলডাঙ্গা, ময়দান, শালঝোড়, বহলগুড়ি প্রভৃতি পয়েন্ট দিয়ে সীমান্ত গলিয়ে প্রতিদিন অবৈধ ভাবে শতাধিক গবাদি পশু পাচার হয়ে আসছে বাংলাদেশে। বিজিবি টহল দল মাঝে মধ্যেই এই অবৈধ ভাবে আনা ভারতীয় গরুর মধ্য থেকে কিছু কিছু গরু আটক করে। এবং সেগুলো নিলামে বিক্রি হয়। সিন্ডিকেটের মাধ্যমে পাতানো নিলামে আটককৃত গরুগুলো বিক্রি হওয়ায় প্রকৃত রাজস্ব আয় হতে বঞ্ছিত হচ্ছে সরকার। গত কয়েক দিনে বাগভান্ডার,দিয়াডাঙ্গা ও ধলডাঙ্গার বিজিবি যথাক্রমে ৭,৮ও ১৯টি গরু মোট ৩৪টি গরু আটক করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৮ লাখ টাকা।

গত ৩.৮.২০১৮ বাগভান্ডা বিজিবি ক্যাম্পে ৬ টি বড় গরু নিলামে বিক্রি করা হয় মাত্র ১২৭০০০/= টাকায় অথচ সিন্ডিকেট ছাড়া ৫.৮.২০১৮ রবিবার বিকালে ধলডাঙ্গা বিজিবি ক্যাম্পে ৭ মাঝারী গরু নিলামে ভ্যাটসহ ৩১১০০০/=টাকায় বিক্রয় করে। পরদিন সোমবার সকাল ১১টায় কোন প্রকার প্রচারণা ও জামানত ছাড়াই দিয়াডাঙ্গা বিজিবি ক্যাম্পে সরকারী বিধিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নিলামে ১৯ টি গরুর মধ্যে ৯ টি বড় গরু ভ্যাটসহ ২৬০২৯৫/= টাকায় আলতাফ হোসেন বিএসসির নিকট বিক্রি করে । সিন্ডিকেট একই স্থানে হানিফ নামের ব্যক্তির নিকট ৯টি গরু বিক্রয় করে ৪৫২০০০/= টাকায়। এই সিন্ডিকেটের কারনে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে । এ বিষয়ে জয়মনির হাট কাস্টমস শুল্ক গুদাম কর্মকর্তা নিহার রঞ্জনের বাররীকে একাধিকবার কল করলেও তার মোবাইল বন্ধ পাওয়া গেছে।