ভূরুঙ্গামারীতে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
ভূরুঙ্গামারীতে রোববার ভোর ৫টা ৫৭ মিনিটে তোপধ্বনি ও উপজেলার বাসষ্ট্যান্ড কেন্দ্রীয় শহীদ স্মৃতি স্তম্ভে পুস্প স্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল, উপজেলা প্রশাসন, স্কুল-কলেজ ও মাদ্রাসা সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুস্প স্তবক অর্পণ করে। পরে সকাল ৯টায় ভূরুঙ্গামারী ডিগ্রি কলেজ মাঠে কেন্দ্রীয় ভাবে জাতীয় পতাকা উত্তোলিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরি পতাকা উত্তোলন করেন। এসময় তার সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহারুল ইসলাম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস চন্দ্র পন্ডিত। বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন তারা। পতাকা উত্তোলন শেষে মহান মুক্তিযুদ্ধে শাহাদৎ বরণকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ মোনাজাত করা হয়। পরে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের লাল গালিচা সংবর্ধনা এবং লাল-সবুজ রঙ্গের সম্মানসূচক উত্তরীয় প্রদান করা হয়। এছাড়াও মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের হাতে সম্মানী তুলে দেয়া হয়। পরে থানা পুলিশের সুসজ্জিত দল, আনসার ও ভিডিপি দল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ গ্রহন করে। এছাড়াও শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ অবলম্বনে বিভিন্ন শারীরিক কসরৎ এবং দেশাত্মবোধক গানের সাথে নৃত্য পরিবেশন করে। যুব সমাজ স য় সমিতি নামের একটি সংগঠন স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মোটর সাইকেল শোভা যাত্রা বের করে। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।