ভেঙে গেছে সুনামগঞ্জের ছায়ার হাওড়ের ফসলরক্ষা বাঁধ

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ছায়ার হাওড়ের ফসলরক্ষা বাঁধ ভেঙে গেছে।

রোববার (২৪ এপ্রিল) ভোরে দাড়াইন নদীর পানির চাপে বাঁধটি ভেঙে হাওড়ে পানি প্রবেশ করে।

এ বিষয়ে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু তালেব বলেন, হাওড়ের ৪ হাজার ২৭০ হেক্টর জমির মধ্যে ৯০ ভাগ জমির ধান কাটা হয়ে গেছে। পুরো হাওড়ে পানিতে তলিয়ে যাওয়ার আগে আরও কিছু জমির ধান কাটা হয়ে যাবে। ২ থেকে ১ ভাগ জমির ধান নষ্ট হতে পারে।