ভেনেজুয়েলার সেনাবাহিনীকে অভ্যুত্থানের পরামর্শ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : পরোক্ষভাবে ভেনেজুয়েলার সেনাবাহিনীকে অভ্যুত্থানের পরামর্শ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। লাতিন আমেরিকা সফররত টিলারসন ইউনিভার্সিটি অব টেক্সাসে ভাষণ দানকালে এ কথা বলেছেন। তিনি বলেছেন, ঐতিহাসিকভাবে দেশের গুরুতর সংকটের সময় লাতিন আমেরিকার সেনাবাহিনী শাসনক্ষমতায় হস্তক্ষেপ করেছে। টিলারসন অবশ্য জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের পরামর্শ দিচ্ছে না এবং কোনো অভ্যুত্থান পরিকল্পনার গোপন তথ্য তাদরে কাছে নেই।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোরকে নিয়ে রসিকতা করে টিলারসন বলেন, ‘রান্নাঘর (ভেনেজুয়েলা) যদি তার জন্য বেশি তপ্ত হয়ে ওঠে, তাহলে আমি নিশ্চিত তিনি কিউবাতে তার কিছু বন্ধু পাবেন। সেখানে তিনি সমুদ্র তীরে একটি চমৎকার ভিলা পেতে পারেন।’

তিনি বলেন, ‘ভেনেজুয়েলা ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর ইতিহাসে দেখা গেছে, পরিস্থিতি যখন খারাপ হয়ে যায় এবং নেতৃত্ব যখন আর জনগণের সেবা করতে পারে না, তখন পরিবর্তনের প্রতিনিধি হয়ে আসে সেনাবাহিনী।’

এদিকে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিজা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তিনি সবার সাধারণ শত্রুর (আমেরিকার)বিরুদ্ধে দক্ষিণ আমেরিকার দেশগুলোকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন।