ভোট বর্জনের ঘোষণা স্বতন্ত্র প্রার্থী তারেকুলের

নিজস্ব প্রতিবেদকঃ ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. তারেকুল ইসলাম ভূঁঞা।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে তিনি বলেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এটা আবারও প্রমাণিত। তাই আমি এই নির্বাচন বর্জন করলাম।

এ ছাড়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের আরেক স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমও ভোট সুষ্ঠু হবে কিনা এ নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

তিনি অভিযোগ করেন, ভোটকেন্দ্রে নিজের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। এ ছাড়া বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কিছু লোকজন তার কর্মীদের ওপর হামলা করেছে বলেও তিনি দাবি করেন।

এর আগে সকাল ৮টা থেকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকাল ৪টা পর্যন্ত।