ভোরে চীনের পূর্বাঞ্চলে একটি দ্বিতল ভবনে আগুন লেগে ২২ জন মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সময় রোববার ভোরে চীনের পূর্বাঞ্চলে একটি দ্বিতল ভবনে আগুন লেগে ২২ জন মারা গেছেন।

এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। সাংহাইয়ের ৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে জিয়াংসু প্রদেশের চাংসু শহরে এ দুর্ঘটনা ঘটেছে।

চাংসুর কর্মকর্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে জানিয়েছেন, রোববার ভোর ৪টা ৩০ মিনিটের দিকে আবাসিক ভবনে আগুন লাগে। অগ্নিনির্বাপণকর্মীরা ভবনের আগুন নিভিয়ে ঘটনাস্থলে উদ্ধারকাজ শেষ করেছেন।

চীনের রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়ার ওয়েবসাইটে বলা হয়েছে, আবাসিক ভবনে আগুন দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিনহুয়ার খবরে তার নাম বলা হয়েছে জিয়াং।

এই আবাসিক ভবনে ঠিক কতজন লোক বসবাস করতেন, প্রাথমিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া কীভাবে বা কী কারণে আগুন লাগে, তাও পরিষ্কার হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।