ভোলার মনপুরা নিরাপত সড়কের দাবীতে মানববন্ধন

আনোয়ার হোসেনঃ বিশেষ প্রতিনিতি ভোলার মনপুরায় নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। ৩১ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সংলগ্ন রাস্তায় এই কর্মসূচী পালন করা হয়।

মনপুরা সরকারী ডিগ্রী কলেজের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি পেশ করা হয়।

জানা যায়, গত ২৯ অক্টোবর মঙ্গলবার মনপুরা সরকারী ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ১নং মনপুরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মো: মফিজুল ইসলামের মেয়ে লিজা বেগম (১৯) কলেজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে কাওয়ারটেক নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার এই মর্মান্তিক মৃত্যুতে তার কলেজ সহপাঠিরা বৃহস্পতিবার প্রথমে শোক র‌্যালী বের করেন। শোক র‌্যালীটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়।শোক র‌্যালী শেষে নিরাপদ সড়কের জন্য দীর্ঘ মানববন্ধন করেন মনপুরা সরকারী ডিগ্রী কলেজের ছাত্র-ছাত্রীরা। এই মানববন্ধনে মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে একাত্মতা প্রকাশ করেন।

মানববন্ধনে নিরাপদ সড়কের দাবীতে বক্তব্য রাখেন, মনপুরা ডিগ্রী কলেজ ছাত্র মো: সাগর ফরাজী, মো: মেহেদী বেলাল, মো: রাকিব, ইব্রাহীম মেজবাহ, মো: শাকিল, সজিব, আরজু বেগম, ফারজানা আক্তার সাথি, সাদিয়া মিম, মো: মহিউদ্দিন, আনোয়ার, মনির, আল আমিন, মামুন, নাহিদ ও সাব্বির প্রমুখ।

পরে ডিগ্রী কলেজের ছাত্র-ছাত্রীদের পক্ষে একটি ৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল নিরাপদ সড়কের ৯টি দাবী সম্বলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ এর কাছে হস্তান্তর করেন।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ বলেন,নিরাপদ সড়কের দাবীতে একটি স্মারকলিপি পেয়েছি। এব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবেন বলে তিনি জানান।

Attachments area