ভোলায় নারী ও শিশুদের বিরুদ্ধে যৌন হয়রানির প্রতিরোধে জাগোনারীর সংবাদ সম্মেলন

এম এ হান্নান, বরিশাল প্রতিনিধি: ভোলায় মোবাইল প্রযুক্তির অপব্যবহার ও সাইবার ক্রাইমের মাধ্যমে নারী ও শিশুদের বিরুদ্ধে যৌন হয়রানি প্রতিরোধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জাগোনারী নামে একটি বেসরকারি সংগঠন সাইবার ক্রাইমের ওপর সচেতন করার জন্য ভোলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন এর আয়োজন করে। বেসরকারি সংগঠন জাগো নারীর আয়োজনে ও কানাডিয়ান হাই কমিশনের সহযোগীতায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জাগো নারীর প্রকল্প অর্গানাইজার ডিউক ইবনে আমিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা প্রেস ক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক সামস-উল আলম মিঠু, দক্ষিণ প্রান্তের সম্পাদক এ্যাডভোকেট নজরুল হক অনু, সাংবাদিক মোকাম্মেল হক মিলন, ভোলার সংবাদ ডট কম এর সম্পাদক মো. ফরহাদ হোসেন, সংস্থার প্রোগ্রাম অফিসার গোপাল বিশ্বাস ও রাজিব হাসান। এতে ভোলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদকিরা উপস্থিত ছিলেন।এসময় তিনি জানান, বাংলাদেশ ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা যেমন দিনদিন বেড়ে চলেছে, তেমনি সাইবার অপরাধের সংখ্যাও বাড়ছে। এতে পুরুষদের থেকে নারীরা বেশি সাইবার ক্রাইমের স্বীকার হচ্ছে । সাইবার ক্রাইমের মাধ্যমে দেশের বিভিন্ন অ লে এ অপরাধ সংগঠিত হচ্ছে। এর মধ্যে কিছু অপরাধের বিচার হলেও বেশীরভাগ ক্ষেত্রেই অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। অনেক সময় নারীরা অপরাধের ¯ী^কার হয়ে বিচারের যায়গাও খুজে পায়না। সে জন্য প্রতিটি জেলায় সাইবার অপরাধ ট্রাইবুনাল গঠন করতে হবে। পাশাপাশি অপরাধ থেকে বাঁচতে সকলকে সচেতন করার লক্ষ্যে জাগো নারী বরিশাল বিভাগের ৬ টি জেলা কাজ করছে।
এতে প্রত্যেক জেলার ১০ জন করে ভলান্টিয়ারকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। যাতে করে এরাই পরবর্তীতে সকলের মাঝে সাইবার ক্রাইম সম্পর্কে সচেতন করতে পারে। ভোলা সদরের চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে প্রচারণার কাজ করার আগ্রহ প্রকাশ করেন এ সংগঠনটি।