ভয় দেখাতে ফরহাদ মজহারকে অপহরণের নাটক সাজানো হয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিরোধী রাজনৈতিক দলকে ভয় দেখাতে ফরহাদ মজহারকে অপহরণের নাটক সাজানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।

মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহানগর বিএনপির কার্যালয় ভাসানী ভবন মিলনায়তনে এক কর্মী সভায় তিনি এ অভিযোগ করেন।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর (দক্ষিণ) এ কর্মী সভার আয়োজন করে।

রুহুল কবির রিজভী বলেন, ‘বিরোধী দলকে ভয় পাইয়ে দেওয়ার ম্যাসেজ হচ্ছে কবি ও লেখক ফরহাদ মজহারকে অপহরণ। অপহরণের নামে সাজানো নাটক করা হয়েছে। আর সেই নাটকের পরিচালক-প্রযোজক হচ্ছে সরকার, স্বয়ং শেখ হাসিনা।’

ফরহাদ মজহারের অপহরণকে সরকারের সাজানো নাটক দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘অপহরণকারীরা লেখক ফরহাদ মজহারকে তার ব্যক্তিগত ফোন ব্যবহার করে স্ত্রীর সঙ্গে কথা বলাচ্ছেন। এটা বুঝতে কি ব্যারিস্টারি পাস করতে হয়? না কি জার্মানি-অস্ট্রেলিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করতে হয়? এটা পাগলেও বোঝেন যে, রাষ্ট্রই এই অপহরণের সঙ্গে জড়িত।’

তিনি বলেন, ‘আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে ফরহাদ মজহারকে হজম করতে পারেনি। কারণ, যেভাবে সালাহউদ্দিন আহমেদের মতো একজন জাতীয় পর্যায়ের নেতা ও সাবেক মন্ত্রীকে অদ্ভূত এক নাটক সাজিয়ে বাংলাদেশের সরকার এবং ভারতের সরকার ও তাদের গোয়েন্দা বাহিনী অপহরণ করে ভারতে প্রেরণ করলেন, ফরহাদ মজহার গুম হলে অবাক হওয়ার কিছু ছিল না।’

রুহুল কবির রিজভী দাবি করেন, সালাহউদ্দিন আহমেদের মতোই আরেকটি ঘটনা ঘটতে যাচ্ছিল ফরহাদ মজহারের ক্ষেত্রেও। তাকেও সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।

সরকারের উদ্দেশে বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘নির্বাচনের আগে নাটক করে কোনো লাভ হবে না। গুম-খুন-হত্যা যত যা কিছুই করা হউক বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে। কিন্তু শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন এ দেশে হবে না, হতে পারে না। নির্বাচন হবে সহায়ক সরকারের অধীনে।’

আয়োজক সংগঠনের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন- বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী প্রমুখ।