মডার্না ও জনসনের বুস্টারের ডোজের অনুমোদন দিয়েছে এফডিএ

মডার্না ও জনসন অ্যান্ড জনসনের উদ্ভাবিত করোনার টিকার বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন (এফডিএ)।

বুধবার (২০ অক্টোবর) তারা জানিয়েছে, ‘মিশ্র ও সদৃশ’ পদ্ধতিতে অনুমোদিত তিনটি টিকার যে কোনো একটিকে বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করা যেতে পারে।-খবর সিএনএনর

কিন্তু কাকে ও কখন বুস্টার টিকা দেওয়া হবে, তা নিয়ে এক জটিল ফর্মুলার ভেতরে পড়ে গেছে এফডিএ।

কর্মকর্তারা দাবি করছেন, আরও নিরাপত্তা উপাত্ত বেরিয়ে আসার পর টিকা কাঠামো সহজীকরণ হবে।

দুটি কোম্পানির টিকা ডোজের এফডিএ’র অনুমোদন মেলায় এখন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও সুরক্ষা কেন্দ্র (সিডিসি) তা বিবেচনা করে দেখবে। তারা নিজেদের উপদেশ ও পরামর্শ দেবে।

যদি সিডিসির পরিচালক ডা. রোচেলে ওয়ালেনস্কি বুস্টারের অনুমোদনে সই করেন, তবে কয়েক দিনের মধ্যেই মডার্নার বুস্টার ডোজ লোকজন নিতে পারবেন।