মমেক করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জন রোগীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিন জন করোনায় এবং বাকীরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মো. মহিউদ্দিন খান ও জেলা স্বাস্থ্য বিভাগ আজ সকালে এ খবর নিশ্চিত করেছেন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন—ময়মনসিংহ সদরের মানিক (৬০) ও আয়শা সুলতানা সোমা (৫০), এবং গফরগাওয়ের মোছা. মুরশিদা (৬০)।

এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১০ জন। তাঁরা হলেন—ময়মনসিংহ সদরের কামরুন্নাহার (৫৫), নাজমুন নাহার (৫৫) ও লাল মিয়া (৬৫), ইশ্বরগঞ্জের সাহেরা খাতুন (৫০), ও আনিসুজ্জামান (৩৭), ভালুকার অরুণ বিশ্বাস (৪৫), গৌরীপুরের আবুল কাশেম (৬৫), টাঙ্গাঈলের মো. খালেক (৬০) এবং নেত্রকোনার রইস মিয়া (৭০) ও রোকেয়া (৭৫)।

গত ২৪ ঘন্টায় করোনা ইউনিট থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৯ জন।

মমেক হাসপাতালে আইসিইউসহ করোনা ইউনিটে ২৩৬ জন রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ৭০৯টি নমুনা পরীক্ষা করে ১১৪ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।