মসজিদুল হারামে বৃষ্টি

সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে হঠাৎ ভারী বৃষ্টি ও শিলা পড়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) এমন একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভারী বৃষ্টির কারণে নাগরিকদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে সৌদির জনপ্রতিরক্ষা মন্ত্রণালয়। -খবর আলআরাবিয়ার

তবে মুসল্লিদের সেখানে নামাজ পড়তে যেতে কোনো অসুবিধা হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, মাঝারি থেকে ভারী বজ্রঝড়ের আভাস দেওয়া হয়েছে। পাশাপাশি মক্কাসহ নজরান, জিসান, আসির, আলবাহায় প্রবল বাতাস ও শিলাবৃষ্টি হতে পারে। বৃষ্টির পর শুকানোর প্রক্রিয়া দ্রুততর করতে উদ্যোগ নিয়েছে দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা জেনারেল প্রেসিডেন্সি।

মক্কার মুসল্লিরা নিরাপদে ও সহজেই ইবাদত পালন করতে পারবেন বলে জানিয়েছে।