মহাকাশ অভিযানের পথিকৃত মার্কিন নভোচারী জন গ্লেন আর

আন্তর্জাতিক ডেস্ক : মহাকাশ অভিযানের পথিকৃত মার্কিন নভোচারী জন গ্লেন আর নেই। বৃহস্পতিবার ৯৫ বছর বয়সে ওহাইও স্টেইট বিশ্ববিদ্যালয়ের জেমস ক্যান্সার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

‘দি মারকারি সেভেন’ অভিযানের অন্যতম সদস্য ছিলেন জন গ্লেন। ১৯৫৯ সালে বিমানবাহিনী থেকে সাতজনকে যুক্তরাষ্ট্রের প্রথম নভচারী হিসেবে নির্বাচিত করা হয়েছিল। জন গ্লেন ছিলেন তাদের মধ্যে একজন।

১৯৬২ সালের ফেব্রুয়ারিতে জন গ্লেন পৃথিবীর তিনটি কক্ষপথে পরিভ্রমণ করেন।তিনিই হচ্ছেন প্রথম যুক্তরাষ্ট্রের নভোচারী যিনি পৃথিবীর কক্ষপথ পরিভ্রমন করেছেন। এই মহাকাশ ভ্রমন তাকে কিংবদন্তী করে তোলে। ১৯৯৮ সালে তিনি আবার মহাকাশে যান। এটাই ছিল তার সর্বশেষ মহাকাশ গমন। তখন তার বয়স ছিল ৭৭। সবচেয়ে বেশি বয়সে মহাকাশে যাওয়ার রেকর্ডটিও তাই তারই।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা এবং পরবর্তী প্রেসিডেন্টের জন্য নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।