মহাসমাবেশ শুরু, মিছিলে ভরছে সোহরাওয়ার্দী

জ্যেষ্ঠ প্রতিবেদক : জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে রোববার সকাল ১০টা ৫২ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সঙ্গে ছিলেন বিরোধীদলের নেতা রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, মহানগর দক্ষিণ সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা ও মহানগর উত্তর সভাপতি এস এম ফয়সল চিশতী।

মহানগর দক্ষিণ সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে দলের প্রেসিডিয়াম সদস্য কারী হাবিবুল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় মহাসমাবেশ।

দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। তারপর শুরু হয় নেতাদের বক্তব্য। সমাবেশ চলছে।

মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের চেয়ারম্যান এরশাদ। কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, প্রফেসর দেলোয়ার হোসেন, এস এম ফয়সল চিশতী, এম এ সাত্তার, ইয়াহয়া চোধুরী এমপি, সাহিদুর ররহমান টেপা, মশিউর রহমান রাঙ্গা, ফখরুল ইমাম, সুনীল শুভরায়, মাসুদ পারভেজ সোহেল রানা, মীর আব্দুস সবুর আসুদ, নাসরিন জাহান রত্না, লিয়াকত হোসেন খোকা এমপি, তাজ রহমান, সালমা ইসলাম এমপি, আলমগীর সিকদার লোটন, অনন্যা হোসেন মৌসুমী প্রমুখ সমাবেশে উপস্থিত আছেন।

হাতি, ঘোড়া, বাদ্যবাজনা নিয়ে নেতারা খণ্ড খণ্ড মিছিল সহকারে মহসমাবেশে অংশ নিয়েছেন। সকাল ৮টা থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নেতা-কর্মীর মিছিল আসতে থাকে। সকাল ১০টার মধ্যে মঞ্চ ও সমাবেশস্থল ছাড়িয়ে সোহরাওয়ার্দী উদ্যান পূর্ণ হয়ে যায়। এখনো মিছিল আসছে সমাবেশে। দলের চেয়ারম্যান এরশাদ ও কো-চেয়ারম্যান রওশন এরশাদের দুপুর ১টার দিকে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।