মাইলফলকের সামনে ধোনি

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেটি দাপটের সঙ্গে জিতে নিয়েছে ভারত। আগামীকাল সেঞ্চুরিয়নে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে তারা। এই ম্যাচে মাঠে নামার আগে দুটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান মাহেন্দ্র সিং ধোনি। কালকের ম্যাচে ৯৮টি রান করতে পারলেই চতুর্থ কোনো ভারতীয় হিসেবে ওয়ানডেতে ১০ হাজার রান করার মাইলফলক স্পর্শ করবেন। তার আগে শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও রাহুল দ্রাবিড় ওয়ানডেতে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। সব মিলিয়ে ১২ জনের রয়েছে এই কৃতিত্ব। বর্তমানে ধোনির রান ৯৯০২। এই রানের মধ্যে ১৭৪টি রান এসেছে এশিয়া একাদশের হয়ে খেলে। পাশাপাশি রোববার যদি আর ২টি ডিসমিসাল করতে পারেন তাহলে চতুর্থ কোনো উইকেটরক্ষক হিসেবে ৪০০ ডিসমিসাল করার কৃতিত্ব দেখাবেন। তার আগে কুমার সাঙ্গাকারা, অ্যাডাম গিলক্রিস্ট ও মার্ক বাউচার চার শতাধিক ডিসমিসাল করেছেন। বর্তমানে ধোনির ডিসমিসালের সংখ্যা ৩৯৮ (২৯৩ ক্যাচ ও ১০৫ স্ট্যাম্পিং)। এর মধ্যে ৩টি ক্যাচ ও ৩টি স্ট্যাম্পিং তিনি করেছেন এশিয়া একাদশের হয়ে।