মাটিকাটায় ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

নিজস্ব প্রতিবেদক:  রাজধানীর মাটিকাটা এলাকায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম বাদল (৩৫)। তিনি রড মিস্ত্রীর সহযোগী হিসেবে কাজ করতেন।

শনিবার সকাল ৯টার দিকে মাটিকাটা দেওয়ানপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক বেলা সাড়ে ১১টায় মৃত ঘোষণা করেন।
তার সহকর্মী নাহিদ হাসান জানান, বাদল রড মিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতো। শনিবার তৃতীয় তলার ছাদ ঢালায়ের কাজ চলছিল। এ সময় ভবনের পাশ দিয়ে নিচে পড়ে যান তিনি। দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সহকর্মীরা জানান, তার বাড়ি বগুড়ার সোনাতলা থানার বালুয়াহাট গ্রামে। বর্তমানে মাটিকাটার ওই ভবনটিতেই থাকতেন তিনি। দীর্ঘ দেড় মাস ধরে তারা নির্মাণাধীন ভবনটিতে কাজ করছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।