মাটিরাঙ্গায় ট্রাকচাপায় নারী-শিশুসহ সাতজন নিহত

খাগড়াছড়ি : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ট্রাকচাপায় নারী-শিশুসহ সাতজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার আলুটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

নিহতরা হলেন মহালছড়ির চৌংড়াছড়ি এলাকার নেইম্রা মার্মা (৪০), উক্রাচিং মার্মা (৩৪), উচনু মার্মা (১৮) ও মাটিরাঙ্গার তবলছড়ি এলাকার পুলু মার্মা (১৬)। অন্যদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা এলাকার সাংসক নগর বৌদ্ধ বিহারে ধর্মীয় গুরু ভদন্ত চন্দ্রমণি মহাস্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে অংশ নিতে জেলার বিভিন্ন এলাকা থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা আসেন। বেলা ১১টার দিকে খাগড়াছড়িগামী পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিহারে আসা ভক্তদের চাপা দেয়। এতে সাতজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আরএমও ডা. নয়নময় ত্রিপুরা জানান, নিহতদের শরীরের বিভিন্ন অঙ্গ থেতলে গেছে। আহত ১০ জনের মধ্যে ববি মার্মা (৩৫) নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সালেহউদ্দীন জানান, ট্রাকচালক মো. সেলিমকে আটক করা হয়েছে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।