মাতারবাড়িতে বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দরের আনুষ্ঠানিক কাজ শুরু

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের মাতারবাড়িতে বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দরের আনুষ্ঠানিক নির্মাণকাজ শুরু হচ্ছে আজ থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাতারবাড়ি ১২০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিস্থাপন করবেন। জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে মাতারবাড়িতে এ প্রকল্প শুরু হচ্ছে। মাতারবাড়ি ও ঢালঘাটা ইউনিয়নের ১৪১৪ একর বসতি-বৃক্ষহীন জমিতে এ প্রকল্পের নির্মাণকাজ ইতোমধ্যে ১৭ শতাংশ শেষ হয়েছে। বিদ্যুৎ নিয়ে সরকারের মহাপরিকল্পনায় মাতারবাড়িকে ‘বিদ্যুৎ হাব’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়েছে। প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয়ে ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যেই প্রকল্পটির নির্মাণ কাজ শেষ করার লক্ষ্য রয়েছে তাদের।

বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর নির্মাণ করে মাতারবাড়িকে বড় অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলারও পরিকল্পনা নিয়েছে সরকার।

জাপানের কাশিমা বন্দরের মতো করে নির্মিতব্য ৫৯ ফুট গভীর এ বন্দরে ৮০ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার জাহাজ ভিড়তে পারবে। আপাতত বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি পরিবহনের কথা মাথায় রেখে করা হলেও বন্দরটিকে বহুমুখী ব্যবহার করা যায় কি না, তা নিয়ে জাইকা পরিকল্পনা করছে।

মাতারবাড়ি প্রকল্পের জন্য প্রায় ৪০০ দক্ষ বিদেশি শ্রমিক এসেছে। মোট এক হাজার দক্ষ বিদেশি শ্রমিক কাজ করবে। বিদ্যুৎকেন্দ্র, গভীর সমুদ্রবন্দর ও এলএনজি টার্মিনাল স্থাপন করে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।