মাদকসেবীদের আস্তানা বিমানবন্দর রেলষ্টেশন

ঈগল টিম অনুসন্ধানঃ শাহাজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর রেলষ্টেশনের পূর্বপাশে গাছ বাগানের আশে-পাশে মাদক সেবীদের আস্তানা হয়ে উঠেছে । সাধারণ মানুষ জানান; মাসক সেবীরা এখানে এসে অনায়াসে মাদক সেবন করে চলে যায়, রিক্সাওয়ালা থেকে শুরু করে গাড়ীর ড্রাইভার,মধ্যবিত্ব ও উচ্চবিত্ব পরিবারের সকলের এটি যেন মাদক সেবনের একটি স্বর্গরাজ্য । এখানে প্রকাশ্যে মাদকদ্রব্য করা হয়, আর সবকিছুই নাকি হয় বিমানবন্ধর রেলষ্টেশনের সবাইকে ম্যানেজ করে, এই বিষয়ে জানতে বিমানবন্ধর রেলষ্টেশন নিরাপত্তার দায়িত্বে থাকা চীর্ফ ইনঃ মুজিবুর রহমানের সাথে আলাপকালে তিনি জানান; দেখন আমি এই বিষয়ে কিছু জানিনা থাকলেও থাকতে পারে, আপনারা ধরিয়ে দিন আমরা ব্যবস্থা নিবো, আপনারা আসুন আমরা আপনাদের সাহায্য করবো, তিনি আরো জানান; আমি কাউকে মাদক সেবন করতে দেখিনি, আমাদের কেউ এই সব মাদক ব্যবসা জড়িত নয় ।

আমাদের প্রশ্ন যদি আমরা তাদের মাদক ব্যবসীদের ধরিয়ে দেই তাহলে নিরাপত্তা রক্ষীরা কি করবে? চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা তারা দেখছে না কেন? ঈগল টিমের অনুসন্ধান চলছে, সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয়ে । বিস্তারিত জানতে ভিজিট করুন www.crimepatrolbd.com