মাদারীপুরের ৫০ গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ রোববার ঈদুল ফিতর উদযাপন

মাদারীপুর প্রতিনিধি : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে মাদারীপুরের ৫০ গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ রোববার ঈদুল ফিতর উদযাপন করছেন।

মাদরীপুর সদর উপজেলার চরকালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও কালকিনির আণ্ডারচর খানকায় শরীফ মাঠে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

চরকালিকাপুর ঈদের জামাতে ঈমামতি করেন মাস্টার আবুল হাসেম মিয়া ও আণ্ডারচর খানকায় শরীফ মাঠের ঈদের জামাতে ঈমামতি করেন মাওলানা মোকসেদ মিয়া।

সুরেশ্বর দরবার শরীফের গদীনশীন পীর খাজা শাহ সূফী সৈয়দ নূরে আক্তার হোসাইন জানান, আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটির হিসাব ও সিদ্ধান্ত মোতাবেক শনিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চাঁদ দেখা যাওয়ায় আজ ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে।