মাদারীপুরে নির্মাণাধীন ভবনের ঢালাই ধসে প্রাণ গেল যুবকের

জেলা প্রতিনিধিঃ মাদারীপুরে নির্মাণাধীন ভবনের ঢালাই ধসে পড়ে তানভীর হাওলাদার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় পৌরসভার থানতলি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তানভীর হাওলাদার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মজিবুর হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি থানতলি এলাকায় মজিবুর হাওলাদার একতলা একটি বাড়ি নির্মাণের জন্য কাজ শুরু করেন। কয়েক দিন আগে ওই নির্মাণাধীন ভবনের ছাদঢালাই দেওয়া শেষ করে রাজমিস্ত্রিরা।

শনিবার বিকালে মজিবুরের ছেলে তানভীর হাওলাদার ঢালাইয়ের অস্থায়ী একটি কাঠামোর বাঁশ সরাতে গেলে ইটসহ ঢালাইয়ের একটি অংশ তার মাথার ওপরে পড়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে জেলার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন।

এ সম্পর্কে সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ওই যুবক রাজমিস্ত্রিদের সহযোগিতা ছাড়াই নিজেদের নির্মাণাধীন বাড়ির ঢালাইয়ের বাঁশ সরাতে যান। ঢালাই কাঁচা থাকায় তার মাথার ওপরে ইটসহ নির্মাণসামগ্রী পড়ে। এতে মাথায় প্রচণ্ড রক্তক্ষরণ হলে মারা যান ওই যুবক।