মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র স য় আর প্রচেষ্টাই সাংগাঠনিক শক্তিতে পরিণত হয়- জেলা প্রশাসক দিনাজপুর

মোহাম্মদ মানিক হোসেন চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্ত গ্রহীতাদের নিয়ে সমিতি গঠন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল কাল মঙ্গলবার সকালে উপজেলার বঙ্গবন্ধু হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো: ফিরোজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যক্রমের প্রধান অতিথি জেলা প্রশাসক মীর খায়রুল আলম উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী ভূমি কমিশনার মো: মাশফাকুর রহমানের বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক বলেন, মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র স য় আর প্রচষ্টাই সাংগাঠনিক শক্তি। এ প্রচেষ্টা অতি দরিদ্র মানুষকে টেকসই উন্নয়নের দিকে ধাবিত করতে পারে। এছাড়া তিনি ভবিষ্যৎতে প্রান্তিক জনগোষ্ঠির জন্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির আওতায় সম্পৃক্ত করতে এবং সকল খাস জমি ভূমিহীনদের মাঝে সঠিক ভাবে বন্দোবস্ত দেওয়ার ব্যাপারেও উলেখ করেন। এছাড়াও স্যানিটেশন ও সকলের সন্তানকে নিয়মিত বিদ্যালয়ে পাঠাতে এবং নিজেদের পারিবারিক পরিবেশ পরিচ্ছন্ন রাখতে পরামর্শ দেন। প্রকাশ থাকে যে, ২০০৯-২০১৬ সাল পর্যন্ত উপজেলার আব্দুলপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ৭০ জন ভূমিহীন পরিবারকে নিয়ে এরূপ একটি সমিতি গঠিত হয়েছে বলেও আলোচনায় উলেখ করা হয়।
পরে উপজেলার ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্ত গ্রহীতাদের নিয়ে সমিতি গঠন কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপজেলার সকল স্তরের কর্মকর্তা কর্মচারী, বেসরকারি উন্নয়ন সংগঠনের প্রতিনিধি, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীগণ উপস্থিত ছিলেন।