মানুষের গ্রামের বাড়িতে যাওয়া ও ফেরত আসা ৮০ ভাগ স্বস্তিদায়ক ছিল

জ্যেষ্ঠ প্রতিবেদক : এবারের ঈদুল ফিতরে মানুষের গ্রামের বাড়িতে যাওয়া ও ফেরত আসা ৮০ ভাগ স্বস্তিদায়ক ছিল বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘মানুষের ঈদযাত্রা গতবারের তুলনায় অনেক স্বস্তিদায়ক ছিল। আমি শতভাগ সফল দাবি করব না। তবে ঈদকে কেন্দ্র করে যেসব ব্যবস্থা নিয়েছিলাম তাতে আমরা ৮০ ভাগ সফল।’

রোববার দুপুরে সচিবালয়ে ঈদপরবর্তী পর্যালোচনায় ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘ভবিষ্যতে যাতে শতভাগ স্বস্তিতে শতভাগ নিরাপদে ঈদযাত্রা হয় সেজন্য আমরা এখন থেকেই কাজ শুরু করেছি। সংশ্লিষ্ট সবাইকে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তারা ইতোমধ্যে আজ থেকে কাজ শুরু করে দিয়েছে। আশা করি ঈদুল আজহায় মানুষ শতভাগ স্বস্তিতে বাড়িতে আসা-যাওয়া করতে পারবে।’