মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের ঘোষণা দিচ্ছেন না

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তরের ঘোষণা দিচ্ছেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গত বছরের নির্বাচনী প্রচারণার সময় মার্কিন দুতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেম নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। মূলত: ইসরায়েল তার রাজধানী জেরুজালেমে স্থানান্তর করতে চায় এ ঘোষণা দেওয়ার পরই ট্রাম্প এ প্রতিশ্রুতি দিয়েছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তা বলেন, ‘আমরা কী করতে চাই সেটা সবার কাছে স্পষ্ট। কিন্তু সবাই যখন সঠিক পথে এগুচ্ছে তখন আমরা কাউকে উস্কানি দিতে চাই না।’

ওই কর্মকর্তা জানান, ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা যাতে ব্যাহত না হয় এ জন্যই আগের অবস্থান থেকে সরে এসেছেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সৌদি আরব সফরের মধ্যদিয়ে তার মধ্যপ্রাচ্য সফর শুরু করবেন। রিয়াদ থেকে তিনি সরাসরি তেল আবিব যাবেন। ইসরায়েল সফরের মধ্যদিয়ে প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মধ্যপ্রাচ্য সফর শেষ হবে।