মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিসহ আটক ১২৯

মালয়েশিয়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাস ও বিভিন্ন অপরাধের অভিযোগে বাংলাদেশিসহ অন্তত ১২৯ জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

স্থানীয় সময় সোমবার (২২ নভেম্বর) রাতে দেশটির সেলাঙ্গর রাজ্যের বালাকং ইন্ডাস্ট্রিয়াল এলাকার একটি যন্ত্রাংশ তৈরির কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল যাইমি দাউদ জানায় অভিযানে প্রাথমিকভাবে ১৩৪ জনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে ১২৯ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে বাংলাদেশ, নেপাল, ইন্দোনেশিয়ান, ভারত, পাকিস্তান এবং মিয়ানমারের নাগরিক রয়েছেন।

এ অভিযানে পুত্রাজায়া অভিবাসন বিভাগের সাথে সহায়তা করে শ্রম বিভাগ, পাবলিক ডিফেন্স ফোর্স এবং স্টেট রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের ৮০ জন কর্মকর্তার সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।

আটকদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ১৫ এবং ধারা ৬ (১) (সি) এবং ৩৯ (বি) ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।