মালয়েশিয়ায় বন্যা, ২১ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত

মালয়েশিয়ায় তীব্র বন্যায় নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে ২১ হাজারের বেশি মানুষকে। মৌসুমি বৃষ্টিপাতে মালয়েশিয়ার আট প্রদেশে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে এ কথা জানানো হয়।

মালয়েশিয়ার কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরা জানিয়েছেন, আট প্রদেশের বিভিন্ন এলাকায় বাস্তুচ্যুত হয়ে পড়া অন্তত ২১ হাজার মানুষকে সরিয়ে ত্রাণ কেন্দ্রে নেওয়া হয়েছে।

বন্যায় আটকেপড়া মানুষকে সহায়তা দিতে ৬৬ হাজারের বেশি পুলিশ, সেনা এবং ফায়ার সার্ভিস কর্মী মোতায়েন করা হয়েছে বলে জানানো হয়েছে।

বন্যাকবলিত সেলাঙ্গর প্রদেশে উদ্ধার তৎপরতা পরিদর্শন করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। তিনি জানান, গত কয়েক দিনে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা স্বাভাবিক সময়ে এক মাসের মোট বৃষ্টিপাতের সমান।

ভয়াবহ এ বন্যায় তলিয়ে গেছে রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট। অকেজো হয়ে পড়েছে উড়াল সেতুগুলোও।