‘মাসুদ আজহার আফগানিস্তানে নেই’

পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন জয়শ-ই-মোহাম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহার আফগানিস্তানে নেই বলে জানিয়েছে তালেবান সরকার। পাকিস্তানের দেওয়া এক চিঠির জবাবে এ কথা জানিয়েছে আফগানিস্তান।

জিও নিউজের খবরে বলা হয়েছে, মাসুদ আজহারকে খুঁজে বের করে গ্রেপ্তারের অনুরোধ জানিয়ে আফগানিস্তানের তালেবান সরকারকে চিঠি পাঠিয়েছিল পাকিস্তান।

আফগানিস্তানে কোনো এলাকায় মাসুদ লুকিয়ে থাকতে পারেন, আর থাকলে তাঁকে গ্রেপ্তার করে পাকিস্তানে পাঠানোর জন্য তালেবান সরকারকে ওই চিঠি পাঠায় ইসলামাবাদ। চিঠিতে বলা হয়, আফগানিস্তানের নানগারহার বা কুনার প্রদেশের কোনো এলাকায় লুকিয়ে থাকতে পারেন মাসুদ আজহার।

পাকিস্তানের অভিযোগ তালেবান সরকার নাকচ করে দিয়েছে। তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ‘মাসুদ আজহার যে আফগানিস্তানে নেই, সে কথা আমরা পাকিস্তানকে জানিয়েছি। তিনি পাকিস্তানেই আছেন।’