মাহমুদুলার ৮৫ রানের নেতৃত্বে গাজী গ্রুপের জয়

দলের চরম বিপর্যয়ে দায়িত্ব নিলেন ওল্ড ডিওএইচএসের তরুণ ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। মাত্র ৫৫ বলে খেললেন ৮৫ রানের দারুণ ইনিংস। কিন্তু, তাতে লাভ হলো না। মাহমুদুলের চেষ্টাকে ব্যর্থ করে জয় তুলে নিল গাজী গ্রুপ ক্রিকেটার্স।

আজ বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির ৩১তম ম্যাচে ওল্ড ডিওএইচএসকে ছয় উইকটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ওল্ড ডিওএইচএস হারলেও দারুণ ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন মাহমুদুল হাসানই।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এদিন আগে ব্যাট করতে নেমে সাত উইকেটে ১৩৬ রান করে ওল্ড ডিওএইচএস। তবে ব্যাটিং পুরোটাই নির্ভর ছিল মাহমুদুলের ওপর। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে উইকেটে থিতু হয়ে ছিলেন তিনি। রানের গতিও বাড়িয়েছেন যথেষ্ট। দেড়শর ওপরে ছিল তাঁর স্ট্রাইকরেট। ৮৫ রান তুলতে তিনটি বাউন্ডারি ও সাতটি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

মাহমুদুলের উজ্জ্বল দিনে ব্যর্থ ছিলেন বাকিরা। বাকি আট ব্যাটসম্যানের মধ্যে দুজন কেবল দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন। এবারের লিগের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস সর্বোচ্চ ৭৮। সেটাও ছিল মাহমুদুলেরই।

১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ছয় বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে গাজী গ্রুপ। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন সৌম্য সরকার। ৩৪ বলে ২৭ রান করেন মুমিনুল হক। ১০ বলে ২২ রান করেন মেহেদি হাসান। ১৮ বলে ১৯ রান করেন মাহমুদউল্লাহ।

সংক্ষিপ্ত স্কোর

ওল্ড ডিওএইচএস : ২০ ওভারে ১৩৬/৭ (আনিসুল ১, রাকিন ৮, মাহমুদুল ৮৫*, মোহাইমিনুল ৮, রায়ান ০, রকিবুল ইসলাম ১, প্রিতম ১১, রকিবুল হাসান ০, আলিস ১৫*; নাসুম ৪-০-১০-২, তারেক ৪-০-৩২-১, মুকিদুল ৪-০-২৭-১, মেহেদি ৪-০-৩৭-০, মুমিনুল ২-০-১৮-১, মাহমুদউল্লাহ ২-০-১২-১)।

গাজী গ্রুপ : ১৯.১ ওভারে ১৩৮/৪ (মেহেদি ২২, সৌম্য ৩৭, মুমিনুল ২৭, মাহমুদউল্লাহ ১৯, ইয়াসির ২৪*, জাকির ০*; হামিদুর ২-০-২০-১, মোহাইমিনুল ৪-০-৩২-০, আলিস ৪-০-১৮-১, পায়েল ২.১-০-৩৩-০, রকিবুল ৪-০-২১-০, রায়ান ৩-০-১৪-০)।

ফল : গাজী গ্রুপ ক্রিকেটার্স ৬ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : মাহমুদুল হাসান জয়।