মিছিল আর পথসভায় জমেছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন

মিছিল আর পথসভায় জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রচার-প্রচারণা।

গত ১০ বছরে নানা অনিয়মের অভিযোগ করে ভোটারদের পাশে পাওয়ার আশায় স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়া বিএনপি নেতা তৈমুর আলম।

অন্যদিকে, সব অভিযোগ উড়িয়ে দিয়ে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভি বলছেন, তার জয় সুনিশ্চিত।

বিএনপির শীর্ষ নেতা হলেও এই নির্বাচনে স্বতন্ত্র হয়ে লড়ছেন তৈমুর আলম খন্দকার। সকালেই প্রচারণা চালান নগরের লঞ্চঘাট এলাকায়। পরে যান বন্দরে। এসময় সিটি করপোরেশন নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরার পাশাপাশি সমালোচনা করেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর।

যদিও এমন অভিযোগ আমলে নিচ্ছেন না নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। বরং বিগত দিনের ধারাবাহিতায় নির্বাচিত হলে ওয়ার্ডভিত্তিক উন্নয়ন পরিকল্পনার ফিরিস্তি নিয়ে ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি।

এছাড়াও কাউন্সিলর আর সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের প্রচারণায় মুখর এখন পুরো নগর।