কৃষ্ণাঙ্গ তরুণ হত্যা

মিনেসোটায় ব্যাপক সংঘর্ষে আটক ৪০ জন

আন্তর্জাতিক ডেস্কঃ আবারও পুলিশের হাতে এক কৃষ্ণাঙ্গ তরুণ হত্যার ঘটনায় উত্তাল যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে। ‘ভুলক্রমে’ পুলিশের হাতে সে তরুণ হত্যার প্রতিবাদে সোমবারও ব্যাপক বিক্ষোভ-সহিংসতার আর ধরপাকড় হয়েছে মিনেসোটায়। এ ঘটনায় মিনিয়াপোলিস শহর থেকে ৪০ বিক্ষোভকারীকে করেছে পুলিশ। খবর বিবিসির।

প্রতিবেদনে আরো জানানো হয়েছে, রাতে মিনেসোটার ব্রুকলিন সেন্টার এলাকায় কারফিউ অমান্য করেই রাস্তায় নেমে আসেন শত শত বিক্ষোভকারী। একপর্যায়ে পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করেন তারা। জবাবে পুলিশও ফ্ল্যাশ গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

স্থানীয় সময় মধ্যরাতে এক সংবাদ সম্মেলনে মিনেসোটা স্টেট প্যাট্রোল কর্নেল ম্যাট ল্যাঙ্গার বলেন, নিরাপত্তা কর্মকর্তারা বিক্ষোভ আয়োজকদের শান্ত থাকার আহ্বান জানাতে গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটি সফল হয়নি। নিরাপত্তা কর্মকর্তাদের দিকে ব্যাপক হারে ইট-পাটকেল ও আতশবাজি নিক্ষেপ করা হয়েছে।

এদিন ব্রুকলিন সেন্টার, মিনিয়াপোলিসের অন্য অংশ এবং নিকটবর্তী সেন্ট পল এলাকায় লুটপাটের ‘বিক্ষিপ্ত’ ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে।