মুকসুদপুরে বিবদমান দুগ্রুপের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত

গোপালগঞ্জ প্রতিনিধি : জেলার মুকসুদপুরে বিবদমান দুগ্রুপের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

এ সময় বাড়ি-ঘরও ভাঙচুর করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে উভয় পক্ষের ছয়জনকে আটক করেছে।

শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত মুকসুদপুরের গোবিন্দপুর গ্রামে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. জাফর হোসেন জানিয়েছেন, গোবিন্দপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান নফর শেখের সঙ্গে ফরিদ মুন্সির এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

গত চার দিন আগে নফর শেখের লোকজন ফরিদ মুন্সির বাড়ি ও সমর্থকদের ওপর হামলা চালায়। এরই জেরে ফরিদ মুন্সির লোকজন আজ সকালে নফর শেখের সমর্থদের ওপর হামলা চালায়। এ সময় তারা কমপক্ষে ১০টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়। আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, এখন পরিস্থিতি শান্ত এবং ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দায়ের করলে ব্যবস্থা নেওয়া হবে।