মুক্তি পেয়েছেন খায়রুজ্জামান

জেল হত্যা মামলার সন্দেহভাজন এবং মালয়েশিয়ায় বাংলাদেশের সাবেক হাই কমিশনার এম খায়রুজ্জামানকে দেশে পাঠানোর ওপর আদালত স্থগিতাদেশ দেওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়েছে।

খায়রুজ্জামানের আইনজীবী জিও চো ইংকের বরাত দিয়ে মালায়েশিয়ার সংবাদমাধ্যম স্টার জানিয়েছে, পুত্রাজায়ায় ইমিগ্রেশন বিভাগের সদরদফতর থেকে বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে তাকে মুক্তি দেওয়া হয়।

জিও চো ইং বলেন, তার মুক্তির ক্ষেত্রে কোনো শর্ত দেওয়া হয়নি। এখন তিনি একজন মুক্ত মানুষ।

মুক্তি পাওয়ার পর স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে খায়রুজ্জামান বলেন, বাংলাদেশ সরকারের ‘মিথ্যা অভিযোগে’ আটক হয়ে আমি বিব্রতকর অবস্থায় পড়েছিলাম। আমার পরিবারের সদস্যরাও আমার স্বাস্থ্যগত কারণে চিন্তিত ছিলেন।
এই মুহূর্তে যত দ্রুত সম্ভব মার্কিন যুক্তরাষ্ট্রে আমি আমার স্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। মুক্তি পেয়ে আমি তার সঙ্গে কথা বলেছি, সে খুবই আনন্দিত।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি মালয়শিয়ার অভিবাসন আইনে সেলাঙ্গর রাজ্যের আমপাংয়ের একটি বাসা থেকে খায়রুজ্জামানকে গ্রেফতার করে দেশটির পুলিশ।