মুজিববর্ষে শেখ হাসিনার উপহার: মুরাদনগরে ঘর পেল ১৭০টি গৃহহীন পরিবার

ওসমান গনি সরকার , মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধঃ মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না- এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে আশ্রায়ন-২ প্রকল্পের অধীনে কুমিল্লার মুরাদনগরে আরো ১৭০টি ভূমিহীন-গৃহহীন পরিবার পেলো একটি করে আধাপাকা বাড়ি। মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এসব ঘর ও জমি দেওয়া হয়েছে।
বুধবার উপজেলার কবি নজরুল মিলনায়তনে গৃহ হস্তান্তর অনুষ্ঠানটি ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে উপকারভোগীদের মধ্যে জমির দলিলসহ আনুষ্ঠানিক কাগজপত্র হস্তান্তর ও ঘরের দখল বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন ভূঞা জনি।
এ সময় উপস্থিত ছিলেন,  সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হুদা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এনামুল হক, কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল, ইউপি চেয়ারম্যান কাজী তুফরীজ এটন, কাজী আবুল খায়ের, ভিপি জাকির হোসেন, কামাল উদ্দিন খন্দকার, মোঃ গোলাম কিবরিয়া খোকন, আবুল কালাম, শুকলাল দেবনাথ, সমাজ সেবা কর্মকর্তা বরুন চন্দ্র দে, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূর ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল খন্দকার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সহকারী প্রোগ্রামার রাফিদ উদ্দীন খান,  সহকারী শিক্ষা অফিসার মো: কামাল হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজিউল হক প্রমুখ।