মুন্সীগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা । সোমবার মেলার প্রথম দিন সকাল সাড়ে ১০ একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত মেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে র‌্যালিতে উপস্থিত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মেলা পরিদর্শন করেন। এবারে মেলায় জেলার সরকারি, বেসরকারিসহ ৫০টি প্রতিষ্ঠানে ৫০টি স্টল অংশ নিয়েছে।

দুপুর তিনটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন ঘোষণা করেন। মেলা থেকে ১১ জানুয়ারি পর্যন্ত চলবে।

র‌্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি ও সার্বিক) হারুন অর রশিদ, জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ ফজলে আজিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম শওকত আলম মজুমদার, বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।