মুম্বাইয়ে বাধ্যতামূলক করোনা পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইয়ের জনাকীর্ণ এলাকাগুলোতে করোনাভাইরাস পরীক্ষা বাধ্যতামূলক করেছে রাজ্যসরকার। কেউ পরীক্ষা করতে না চাইলে তা অপরাধ হিসেবে গণ্য হবে বলেও জারি করা আদেশে বলা হয়েছে।

রাজ্যসরকারের এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, ২২ মার্চ থেকে রাজ্যের জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট (র‌্যাট) বুথ বসানো হবে। সেসব এলাকায় যারা যাবেন, তাদের সবাইকে সেই বুথে গিয়ে পরীক্ষা করাতে হবে।

বিশেষ করে, শপিং সেন্টার এবং রেলস্টেশনের মতো জনবহুল এলাকাগুলোতে র‍্যাপিড টেস্ট করা হবে। কেউ পরীক্ষা করতে না চাইলে তা অপরাধ হিসেবে গণ্য হবে।

রোববার (২১ মার্চ) সকাল পর্যন্ত করোনায় আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে চতুর্থ অবস্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় এক কোটি ১৫ লাখ ৯৮ হাজার ৭১০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৫৯ হাজার ৭৯০ জনের।