‘মুস্তাফিজকে মিস করব’

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের বর্তমান সাফল্যগাঁথার অনেকটা অংশ জুড়ে আছেন মুস্তাফিজুর রহমান। কিন্তু ইনজুরির কারণে জাতীয় দলের জার্সিটা আপাতত তুলে রাখতে হচ্ছে বাঁহাতি এই পেসারকে।

রোববার থেকে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু হবে। এরপর ইংল্যান্ড সিরিজ। শুধু আফগানিস্তান না, মুস্তাফিজ মিস করবেন ইংল্যান্ড সিরিজও। জাতীয় দলের সতীর্থরা যখন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন তখন মুস্তাফিজ থাকবেন পূর্নবাসন প্রক্রিয়ায়। মাঠে নিজেকে ফেরাতে চালাবেন অদম্য লড়াই।

আসন্ন সিরিজগুলোতে সতীর্থকে মিস করবেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শনিবার সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আমরা ফিজকে মিস করব।’

মুস্তাফিজ না থাকায় সেরা পারফর্মারকে মিস করবেন মাশরাফি। তবে স্কোয়াডে থাকা রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও শফিউল ইসলামকে নিয়ে অধিনায়ক বেশ আত্মবিশ্বাসী। অধিনায়ক বলেন, ‘আমরা শেষ বিশ্বকাপ যখন খেলেছিলাম তখন আমাদের এ অ্যাটাক ছিল। যারা আছে তাদের ভালো করার একটা সুযোগ আছে। যারা বাইরে ছিল তারা নিজেদের প্রমাণ করার একটা সুযোগ পেয়েছে। আমাদের সেরা অ্যাটাকই আছে।’

মুস্তাফিজ থাকায় অনেকটা নির্ভার থাকতেন মাশরাফি। গুরুত্বপূর্ণ সময় বোলিংয়ে এনে মুস্তাফিজকে দিয়ে মাশরাফি পেয়েছেন সাফল্য। এবার সেই সুযোগটি নেই মাশরাফির। তাইতো চ্যালেঞ্জ আগের থেকে বেশি। মাশরাফি বলেন, ‘মুস্তাফিজ থাকতেও যে চ্যালেঞ্জ ছিল না সেটা না। এখনও একই চ্যালেঞ্জ, তবে আগের থেকে একটু বেশি অনুভূত হবে। নিশ্চিতভাবে আমাদের দলে যারা আছে তাদেরও ভালো করার সামর্থ্য আছে।’