মুহিত-কেনেডি বৈঠক

বিশেষ প্রতিবেদক : ব্রেক্সিট কার্যকর হওয়ার পর বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সঙ্গে সব ধরনের সম্পর্ক আরো ভাল হবে বলে জানিয়েছেন বাংলাদেশে সফররত ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) এর অর্থনৈতিক উন্নয়ন বিভাগের মহাপরিচালক ডেভিড কেনেডি।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন তিনি। অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লাক উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, সফররত ডিএফআইডি এর মহপরিচালকের সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

ডেভিড কেনেডি বলেন, অর্থমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশ বিভিন্ন খাতে অত্যন্ত সফলভাবে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে আমাদের সহযোগিতা অব্যাহত রাখবো।

ব্রেক্সিট পরবর্তী ইস্যু নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে কোনো কথা হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, এ বিষয় নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে কোনো কথা হয়নি।