মৃতুদণ্ডপ্রাপ্ত মুফতি হান্নান রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করবেন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গ্রেনেড হামলা মামলায় মৃতুদণ্ডপ্রাপ্ত মুফতি হান্নান রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করবেন বলে জানিয়েছেন।

বুধবার সকালে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে তাকে ফাঁসির রিভিউ আবেদন খারিজের রায় পড়ে শুনানোর পর তিনি প্রাণ ভিক্ষার আবেদনের কথা জানান।

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. মিজানুর রহমান জানান, বুধবার সকাল ১০টার দিকে ফাঁসির রিভিউ আবেদন খারিজের রায় মুফতি হান্নান পড়ে শুনানো হয়। এ সময় মুফতি হান্নান রাষ্ট্রপতির নিকট প্রাণ ভিক্ষা চাওয়ার ব্যাপারে মত প্রকাশ করেন। এ ছাড়া তার সহযোগী শরীফ শাহেদুল বিপুলকে রায় পড়ে শুনানো হলে তিনিও রাষ্ট্রপতির নিকট প্রাণ ভিক্ষা চাওয়ার ব্যাপারে মত প্রকাশ করেন।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মৃতুদণ্ডপ্রাপ্ত মুফতি হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুল বিপুলের ফাঁসির রিভিউ আবেদন খারিজের রায়ের কপি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পৌঁছে।