মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা থেকে মেঘনা সেতু পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি

কুমিল্লা : কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা থেকে মেঘনা সেতু পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।

শুক্রবার ভোর থেকে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। যানজটের কারণে ঈদে ঘরমুখো যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

সাব্বির আহমেদ নামে এক যাত্রী জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা পার হওয়ার পর মেঘনা-গোমতী সেতুর পশ্চিম পাড় থেকে নারায়ণগঞ্জ জেলার মেঘনা সেতু পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজায় ওভারলোড গাড়ি নিয়ন্ত্রণে অনলাইন স্কেলে টাকা আদায়ে ধীরগতির কারণেও যানজট সৃষ্টি হচ্ছে।

ঢাকা থেকে ছেড়ে আসা হোমনা সুপার পরিবহনের যাত্রী রকিব উদ্দিন বলেন, ‘সেহেরি খেয়ে ভোর সাড়ে ৪টার সময় ঢাকা থেকে রওনা হয়ে কাঁচপুর সেতুর ওপর থেকে যানজটে আটকা পড়ি। পথে যানজট থাকায় সকাল ১০টার সময় দাউদকান্দি এসে পৌঁছি।’

গজারিয়া হাইওয়ের ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট আবুল হাসেম বলেন, ‘ঈদের ছুটি শুরু হওয়ায় অতিরিক্ত গাড়ি চাপ রয়েছে। এদিকে মেঘনা-গোমতী সেতু দিয়ে ধীর গতিতে গাড়ি চলাচল করায় এ যানজটের সৃষ্টি হচ্ছে।