মেঘনা পেট্রোলিয়ামের দুই কর্মকর্তা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : জ্বালানি তেল আত্মসাতের অভিযোগে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের বরখাস্তকৃত ম্যানেজার (অপারেশন্স) ও নারায়ণগঞ্জের ফতুল্লা ডিপোর প্রাক্তন ইনচার্জ শামসুল আরেফিন চৌধুরী এবং প্রাক্তন ডেপুটি ম্যানেজার কাজী আবু জাফরকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার রাজধানীর সেগুনবাগিচা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি টিম আসামিদের গ্রেপ্তার করে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে বিষয়টি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে দুদক সূত্রে জানা যায়, আসামিরা অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিগত ২০১৪ সালের ২৫ আগস্ট থেকে চলতি বছরের ২৫ এপ্রিল পর্যন্ত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ফতুল্লা ডিপো হতে ৬৬ লাখ ৪১ হাজার ৪৫৪ টাকার জ্বালানি তেল অবৈধভাবে অন্যত্র অপসারণের মাধ্যমে বিক্রি করে আত্মসাৎ করেন।

দুদকের অনুসন্ধানে অভিযোগ প্রমাণিত হওয়ায় রোববার ফতুল্লা (নারায়ণগঞ্জ) মডেল থানায় মামলাটি দায়ের করা হয়।