মেয়াদোত্তীর্ণ পণ্য : তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক :  মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি ও মজুদের দায়ে রাজধানীতে তিন প্রতিষ্ঠানকে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে শ্যামলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-৫ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান জানান, ঢাকার শ্যামলী হল মার্কেটে খাবার পণ্যের মোড়কে লেভেল না থাকা, মেয়াদোত্তীর্ণ নুডুলস, দুধ ও চানাচুর বিক্রয়ের জন্য মজুদ রাখায় নিউ মুসলিম সুইটস বেকারিকে ৩০ হাজার টাকা, রাজ কনফেকশনারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মেয়াদোত্তীর্ণ খাবার পণ্য বিক্রয়ের জন্য মজুদ রাখার দায়ে মিরপুর পাইক পাড়ায় প্রত্যাশা বেকারিকে এক লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় উপস্থিত ছিলেন এপিবিএন-৫ এর সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল।