মেসি ভক্তদের দুঃসংবাদ!

গতকাল রাতে লিওনেল মেসি গোল করলেন, গোল করালেন, হলেন ম্যাচ সেরা। বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে একাই যেন হারিয়ে দিলেন আর্জেন্টাইন মহাতারকা৷ তাতে ভর দিয়ে ২০১৪ সালের পর আবারও বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। কাল রাতে লিওনেল মেসি যা বললেন, তা শুনতে প্রস্তুত ছিল না কেউই। ভবিতব্যটা জানতো সবাই, মেসি সেটা বলেছিলেন আসর শুরুর আগে। তা যে সত্যি সত্যি হবে, সেটি ভাবতে কষ্ট হয়েছে মেসি ভক্তদের। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হলেন ম্যাচসেরা মেসি। বললেন, ফাইনালই হতে চলেছে বিশ্বকাপে তার শেষ ম্যাচ!

কাতার বিশ্বকাপ শুরুর আগে মেসি ইঙ্গিত দিয়েছিল, এটিই হবে তার শেষ বিশ্বকাপ। একটি একটি করে ম্যাচ গড়াচ্ছিল আর প্রশ্ন ঘুরপাক খেয়েছে সবার মনে। সেমিফাইনাল শুরুর আগে কোচ লিওনেল স্কলোনির কাছেও জানতে চাওয়া হয় এই বিষয়ে। তিনি স্পষ্ট করে বলতে পারেননি।

যা বলার মেসিই বললেন। কথা শুরু করলেন এই প্রসঙ্গ দিয়ে। বললেন, “ফাইনাল দিয়ে বিশ্বকাপ শেষ করতে পারাটা দারুণ গর্বের৷ রোববার আমার বিশ্বকাপ শেষ হবে। এরচেয়ে চমৎকার কিছু হতে পারে না। পরের বিশ্বকাপ অনেক দূর। ততদিনে কী হয় বলা যায় না। তাই, সর্বোচ্চ চেষ্টা থাকবে সবচেয়ে ভালোভাবে এই যাত্রা শেষ করার।”

সবচেয়ে ভালোভাবে শেষ করার বাসনা যে বিশ্বজয়ের লক্ষ্য, তা কার অজানা! কোটি মেসি ভক্তের চাওয়া তো অভিন্ন। বিশ্বকাপের রঙে রাঙিয়ে যাক প্রিয় তারকার শেষটা।