মেহেরপুরে প্রতিপক্ষের হামলায় আহত -২॥ থানায় অভিযোগ॥

আল আমীন,মেহেরপুরঃ মেহেরপুর সদরে প্রতিপক্ষের হামলায় দু’জন আহত হওয়ার খবর পাওয়া গেেেছ। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। আহতদের এক জনকে মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো মেহেরপুর সদর উপজেলার মাঠপাড়ার মৃত ওমর আলির ছেলে ব্যাবসায়ী নজরুল ইসলাম নুরু (৪২) স্যানিটেশন ব্যাবসায়ী ও কাথুলি রোডের চা ব্যাবসায়ী শহিদুল ইসলাম। আহত শহিদুল ইসলাম ও তার পরিবার জানান, আমার ছেলে নবম শ্রেনীর ছাত্র বিদ্যুত (১৭) আনতে আমার দোকানে গিয়েছিল পরে বাড়ি ফেরার সময় একই এলাকার মৃত ফিজ্জুলের ছেলে রহমান (১৮) ও মুসায়েদ এর ছেলে লিখন (১৮) বিদ্যুতকে ঐ এলাকায় না আসার জন্যে বলে এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে রহমান ও লিখন বিদ্যুতকে মারধর করে। এ বিষয়টি বিদ্যুত তার বাবা নজরুল ইসলামকে জানায়। আহত নজরুল ইসলাম আরো জানান, ঘটনার দিন সকালে কাথুলি রোডে এলাকায় আমার ব্যাবসা প্রতিষ্ঠানে বসার আগে একই এলাকার শহিদুলের চায়ের দোকানে চা খাচ্ছিলাম। হঠাৎ রহমান ও লিখন সহ দশ বারো জন সঙ্গী নিয়ে কোদাল, হকিস্টিক, ক্রিকেট খেলার স্ট্যাম্প, লাঠি সোঠা দিয়ে আমাকে অতর্কিত হামলা করে। এতে আমি মাটিতে লুটিয়ে পড়ি এ সময় তাদের হাত থেকে চা দোকানি শহিদুল রক্ষা করতে এলে সেও মাথায় আঘাত পেয়ে আহত হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে তারা স্থান ত্যাগ করে। এ বিষয়ে মেহেরপুর সদর থানায় অভিযোগের প্রক্রিয়া চলছে বলে আহত নজরুল ইসলাম জানান। মেহেরপুর সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরি জানান এ বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি।