মেহেরপুরে ভূমি অফিসের সার্ভেয়ার গ্রেফতার

আল-আমীন,মেহেরপুর প্রতিনিধি ঃ
সহকারী কমিশনার (ভূমি) এর স্বাক্ষর জাল করে সরকারী খাস জমি বরাদ্দ দেওয়ার অপরাধে আব্দুল মজিদ নামের এক সার্ভেয়ারকে গ্রেফতার করেছে দূর্ণীতি দমণ কমিশন (দুদক)।
আব্দুল মজিদ মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সাময়িক বরাখাস্তকৃত সার্ভেয়ার।
আজ রোবিবার বেলা ১২ টার দিকে আমঝুপি বাজার থেকে দুদকের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
দূর্ণীতি দমন কমিশন (দুদক) কুষ্টিয়া অ লের উপপরিচালক আব্দুল গাফ্ফার জানান, মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামে সরকারী খাস খতিয়ানভূক্ত জমি তৎকালিন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া ইসলামের স্বাক্ষর জাল করে প্রকৃত ভূমিহীনদের মাঝে না দিয়ে অর্থের বিনিময় অন্য জনদের বরাদ্দ দেন।এ ধরনের ১৮ টি দলিল এর সন্ধান পেয়েছে দুদুক। এ ঘটনায় তার বিরুদ্ধে দুদকের পক্ষ থেকে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার নং ২৪, তারিখ ২৫/০৭/১১ ইং। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আব্দুল মজিদকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
মেহেরপুরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত
আল-আমীন,মেহেরপুর:
সারা দেশের ন্যায় মেহেরপুরেও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিএসসি) ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে।
রবিবার সকাল ১১টার সময় জেলার ৩৪টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়।
এবছর মেহেরপুর জেলার ৩ উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিএসসি) ১২ হাজার ৯শ ৫৬ জন শিক্ষার্থী অংশ গ্রহন করছে। যার মধ্যে ৬ হাজার ২শ ৫৮ জন ছাত্র ও ৬ হাজার ৯শ ৯৮ জন ছাত্রী রয়েছে। এদিকে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৬শ ৭৯ জন শিক্ষার্থী অংশ গ্রহন করছে। যাদের মধ্যে ২শ ৬৬ জন ছাত্র ও ৪১৩ জন ছাত্রী রয়েছে। তবে এ বছর পরীক্ষায় অংশ গ্রহনকারীদের মধ্যে ছাত্রীর সংখ্যা ৪শ ৪০ জন বেশি।
এদিকে পরীক্ষা চলাকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম তৌফিকুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপিল উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
উপজেলা ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা: মেহেরপুর সদরে পরীক্ষায় অংশ গ্রহন করছে ৫ হাজার ১৩ জন শিক্ষার্থী। এদের মধ্যে উজলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩শ ৫১ জন, শোলমারী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪শ ৬জন, শালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪শ ৭জন, গোভীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩শ ৫জন, আমঝুপি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৬শ ৩৫জন, শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪শ ৩০জন, রায়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩শ ১৬ জন, টেংরামারী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২শ ৯৩জন, মোমিনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪শ ৩৩ জন, যাদুখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৮শ ৮৪জন, শহীদ ক্যাপটেন সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৫শ ৩জন, এসএম সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪শ জন শিক্ষার্থী।
গাংনী উপজেলায় পরীক্ষায় অংশ গ্রহন করছে ৫ হাজার ৮শ ৬৯ শিক্ষার্থী অংশ গ্রহন করছে। এদের মধ্যে কুতুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩শ ৭৯ জন, করমদি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৬শ ৯০ জন, সাহেবনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩শ ৮১ জন, কে এনএস সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৫শ ১১ জন, বামন্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২শ ৮১ জন, বাওট সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪শ ৬৭ জন, হোগলবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩শ ৮৫ জন, জুগিরগোফা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪শ ৫ জন, সাহারবাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪শ ৯৯ জন, চিৎলা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২শ ৯৬ জন, আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪শ ৭০ জন, রায়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪শ ২৩ জন, গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১শ ৬৮ জন, তেরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১শ ৪৩ জন, চৌগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২শ ৪৯ জন, গংনী থানাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১শ ২২ জন শিক্ষার্থী।
মুজিবনগর উপজেলায় পরীক্ষায় অংশ গ্রহন করছে ২ হাজার ৪ জন শিক্ষার্থী অংশ গ্রহন করছে। এদের মধ্যে দারিয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪শ ৭৭ জন, মোনাখারী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩শ ৬৭ জন, মুজিবনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৮শ ৩জন এবং কোমরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩শ ৫৬ জন শিক্ষার্থী।