মোংলা-খুলনা রেল লাইন নির্মাণ কাজের উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি : মোংলা-খুলনা রেল লাইন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

আজ বৃহস্পতিবার দুপুরে মোংলা বন্দরের শিল্প এলাকার দিগরাজে প্রায় ১১৪ কোটি ৯ লাখ ৮৯ হাজার টাকা ব্যয়ের এ প্রকল্পের উদ্বোধনকালে বাংলাদেশ ও ভারতের রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মোংলা বন্দর থেকে খুলনার ফুলতলা উপজেলা পর্যন্ত এ রেল লাইনে আটটি স্টেশন নির্মাণ করা হবে। ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে ভারতের ইরকন ইন্টারন্যাশনাল লি. ২০১৯ সালের মধ্যে রেল লাইন নির্মাণ কাজ শেষ করবে।

এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ভারত সরকার মোংলা বন্দরকে অধিক গুরুত্ব দিয়ে এ রেল লাইন নির্মাণ করছে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রচেষ্টায় দ্রুত এ প্রকল্পের কাজ শেষ হবে। এতে মোংলা বন্দরের সঙ্গে ভারতের রেল যোগাযোগ স্থাপন হবে।