ম্যানচেস্টার সিটি ছাড়ার ইচ্ছা আগুয়োরোর

ক্রীড়া ডেস্ক: ম্যানচেস্টার সিটির সর্বোচ্চ গোলের রেকর্ড সার্জিও আগুয়োরোর দখলে। কিছুদিন আগে ইংলিশ স্ট্রাইকার এরিক ব্রুকের রেকর্ড ভেঙ্গে নিজেকে শীর্ষে নিয়ে যান আর্জেন্টাইন স্ট্রাইকার।

তবে রেকর্ড তৈরি করা এ ক্লাবেই ক্যারিয়ার শেষ করার ইচ্ছে নেই আগুয়েরোর। পেশাদার ক্যারিয়ার শেষ হওয়ার আগেই শৈশবের ক্লাব ইন্ডিপেন্ডিয়েন্তেতে ফিরতে চান তিনি। এমনকি আগামী মৌসুম শেষেই নাকি তা বিবেচনা করতে পারেন আর্জেন্টাইন এ স্ট্রাইকার।

মাত্র ১৫ বছর বয়সে ইন্ডিপেন্ডিয়েন্তের সিনিয়র টিমে অভিষেক হয় আগুয়েরোর।এর আগে যুব দলের হয়ে আরও কিছু বছর সেখানে খেলেন তিনি। ক্লাবটির হয়ে পেশাদার ফুটবলে তিন বছর খেলে পাড়ি জমান স্পেনে। অ্যাটেলেটিকো মাদ্রিদের জার্সিতে পাঁচ মৌসুম খেলার পর ২০১১ সালে যোগ দেন ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার সিটিতে। সিটিজেনদের আক্রমণভাগের অপরিহার্য খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন ২৯ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড।

ইতিহাদ স্টেডিয়ামের ক্লাব ম্যানসিটির সঙ্গে আগুয়েরোর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৯ সালে। বাড়তি এক বছরের বিকল্পও রাখা হয়েছে। দারুণ ফর্মে থাকায় এখনও ইউরোপের বড় ক্লাবগুলো আগুয়েরোর ওপর চোখ রাখছে। বর্তমান কোচ পেপ গার্দিওলার টিমে গুরুত্বপূর্ণ সদস্য হলেও ভবিষ্যতে শৈশবের ক্লাবেই ফেরার ইচ্ছা আগুয়েরোর।