ম্যান অব দ্য সিরিজ নাসুম, ভাগ বসিয়েছেন লাথামও

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটা জিততে পারেনি স্বাগতিক বাংলাদেশ। ভাগ্যিস সিরিজ জয় আগেই নিশ্চিত হয়েছিল।

শুক্রবারের (১০ সেপ্টেম্বর) ম্যাচটা হেরে যাওয়ায় কিউইদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়ের ব্যবধানটা ৩-২। শেষ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম।

তবে সিরিজ জয়ে দারুণ অবদান রাখার পুরস্কার পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ। হয়েছেন ম্যান অব দ্য সিরিজ। তার সঙ্গে অবশ্য ভাগ বসিয়েছেন কিউই অধিনায়কও।

সিরিজে সব মিলিয়ে ৮টি উইকেট শিকার করেছেন নাসুম। শেষ ম্যাচে ৩ ওভার হাত ঘুরিয়ে ২৫ রানে একটি উইকেট নেন এই স্পিনার। তার আগে চার ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। মিরপুরে কিউইদের বিপক্ষে চতুর্থ ম্যাচে বল হাতে দারুণ অবদান রেখেছিলেন নাসুম। সেদিন ১০ রানে নিয়েছিলেন ৪ উইকেট। হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ।

নাসুম আহমেদ এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও এক ম্যাচে ম্যাচ সেরা হয়েছিলেন। দু’দলের ওই সিরিজের প্রথম ম্যাচেই নাসুম ৪ উইকেট নিয়েছিলেন। সেবার খরচ করেছিলেন ১৯ রান। ওই সিরিজে তিনিই ছিলেন সর্বোচ্চ উইকেটশিকারি, ৫ ম্যাচে পকেটে পুড়েছিলেন ৮ উইকেট।

শুক্রবার মিরপুরে ২৭ রানে হেরে যায় বাংলাদেশ। এ ম্যাচে নাসুমের শিকার হন কলিন ডি গ্র্যান্ডহোম। এ নিয়ে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ টি-টিয়েন্টি সিরিজে চতুর্থবার বাঁহাতি স্পিনারের শিকার হলেন কিউই অলরাউন্ডার। আগের চার ইনিংসে গ্র্যান্ডহোমের রান ১, ৮, ০ ও ০।

পুরো সিরিজে রান খরায় ভুগছিল দু‌’দলই। শেষ ম্যাচে সর্বোচ্চ স্কোর গড়ে সফরকারী নিউজিল্যান্ড। ২০ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৬১ রান। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৩৪ রান।

তবে সিরিজ আগেই নিশ্চিত ছিল স্বাগতিকদের। এতে করে বাংলাদেশের টানা তৃতীয় এবং দেশের মাটিতে ষষ্ঠ সিরিজ জয় এটি।