ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা অভিযানে গ্রেফতার ১০

জহিরুল ইসলাম, ময়মনসিংহ: ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ১৫ সেপ্টেম্বর সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১০ জন আসামীকে গ্রেফতার।
এবিষয়ে পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, চুরি মামলার আসামী ১।আনিছুর রহমান(৪৫), পিতা-মোঃ আব্দুল মোতালেব, সাং-কেওয়াটখালী পাওয়ার হাউজ কলোনী, ২।রুবেল আহম্মেদ (৩২), পিতামৃত-আঃ মালেক, সাং-কৃষ্টপুর দৌলত মুন্সী রোড, ৩। রিপন (২৮), পিতা-আঃ রশিদ, সাং-কৃষ্টপুর মালঞ্চ কলোনী, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।
ডাকাতির চেষ্টা মামলার আসামী ১। মোঃ পাপ্পু (২৪), পিতামৃত-হারুন, সাং-চর জেলখানা, ২। মোঃ সজিব (২২), পিতা-মোঃ বাছির, সাং-পুলিশ লাইন, উত্তরা, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
সিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় – ১। সোহাগ মিয়া, প্রো-মের্সাস সুপার স্টোর, পিতা-মোঃ করিম উদ্দিন, সাং-৩৪ জেসি গুহ রোড, বাঘমারা মেডিকেল গেইট, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।
সিআর গ্রেফতারী পরোয়ানায়- ১। অনিক সিদ্দিক সাগর, পিতা-মোঃ উসমান মিয়া, সাং-উজান ঘাগড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।২। মোঃ আসাদুল হক, পিতা-ইব্রাহিম, মাতা-মোছাঃ হাজেরা খাতুন, সাং-আকুয়া ভাঙ্গাপুল ফজর খলিফার বাড়ী সংলগ্ন, পারুলের বাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ
জিআর গ্রেফতারী পরোয়ানায়- ১। আল আমিন, পিতা-মনজুর মিয়া, সাং-চরপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।১। আনোয়ারা বেগম আঙ্গুরী (৪০), স্বামী-মোঃ ইব্রাহিম, সাং-বেগুন বাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।